দসীমান্তে শান্ত অবস্থার পরও সতর্কাবস্থায় পাক সেনারা

আন্তর্জতিক ডেস্ক:
শুক্র ও শনিবার রাতে ভারত-পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ব্যাপক গোলাগুলির পর গতরাতে নেজাপীর, জানদ্রোত ও বাগসার সেক্টরে তুলনামূলক শান্ত অবস্থা বিরাজ করেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আরো জানিয়েছে, সীমান্তে ভারতীয় সেনাদের ‘উসকানিমূলক’ গোলাগুলির কড়া জবাব দিয়েছে পাক সেনারা। পাশাপাশি সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রীয় সতর্কাবস্থায় রাখা হয়েছে।

শনিবার ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানের দুই সেনা নিহত হয়েছে। এছাড়া, সীমান্ত এলাকায় বসবাসকারী বেসামরিক জনগণও ভারতীয় গোলাগুলির কবলে পড়ে। এতে দুই বেসামরিক ব্যক্তি নিহত ও বহু মানুষ আহত হয়।
জবাবে পাকিস্তানের সেনারা ভারতীয় সামরিক বাহিনীর সীমান্ত ফাঁড়ি লক্ষ্য করে গোলাবর্ষণ করে। গোয়েন্দা তথ্য অনুসারে, ভারতের পক্ষে ১৫ জন হতাহত হয়েছে।

পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন তার ভাষায় বলেছে, “ভারতীয় বিমান বাহিনীর আটক পাইলট অভিনন্দন বর্তমানকে মুক্তি দেয়ার একদিন পর ভারত এসব আগ্রাসন চালালো।

সূএ: পার্সটুডে