তুরস্কের বিশাল কুটনৈতিক জয়

তুরস্কের বিশাল কুটনৈতিক জয়

নিউজ ডেস্ক: গত সপ্তাহে আমেরিকার সাথে চুক্তির পর আজ প্রেসিডেন্ট পুতিন ও এরদোয়ানের সাথে অনুষ্ঠিত যৌথ বৈঠকে এ সম্মতি দেয় রাশিয়া। এর মাধ্যমে বিশ্বশক্তির বিবাদমান দুপক্ষই “সেফ জোন” প্রতিষ্ঠায় সম্মতি দিল।

রাশিয়ার সাথে চুক্তি মোতাবেক Tal Abyad এবং Ras al-Ayin শহরদ্বয়ের মাঝে ১২০ কিলোমিটার দীর্ঘ ও ৩২ কিলোমিটার প্রস্থের সেফ জোন তৈরী হবে। এবং সেফ জোনের পূর্ব ও পশ্চিম সীমান্তের উভয় পাশে ১০ কিলোমিটার এলাকায় দুই দেশ যৌথ পেট্রোলিং করবে। আর, ১৫০ ঘন্টার মধ্যে এই এলাকা ছাড়বে কুর্দি সন্ত্রাসীরা।

এদিকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বেধে দেওয়া সময়ের মাঝে YPG এর সদস্যরা সেফ জোন এরিয়া থেকে সরে গেছে।

সবমিলে, পুরো প্রক্রিয়াতে তুরস্কের বিশাল কুটনৈতিক জয় হয়েছে।