‘তুরস্ককে ন্যাটো থেকে বহিষ্কারের ইঙ্গিত দিলেন মার্কিন সিনেটর’

আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান। অন্যদিকে, আমেরিকার একজন সিনেটর জানতে চেয়েছেন- তুরস্ক ন্যাটো জোট ছাড়তে চায় কিনা। এ বক্তব্যেল মধ্যদিয়ে তিনি তুরস্ককে ন্যাটো থেকে বহিষ্কারের ইঙ্গিত দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি বাতিল করে মার্কিন নির্মিত পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। কিন্তু আংকারা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
এ বিষয়ে শানাহান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে তুরস্কের কাছে পঞ্চম প্রজন্মের এফ-৩৫ বিমান বিক্রি করা সংশয়ের মধ্যে পড়বে। তিনি বলেন, “আমার অবস্থান হচ্ছে এস-৪০০ এবং এফ-৩৫ একসঙ্গে যেতে পারে না।” ব্লুমবার্গ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে শানাহান একথা বলেছেন।

এ প্রসঙ্গে গতকাল (শনিবার) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশ পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে না পেরে রাশিয়ার তৈরি ব্যবস্থা কিনেছে।

সূএ: পার্সটুডে