তীব্র তুষারপাতে চীনে গোয়াংঝুতে আটকা পড়েছে লক্ষাধিক যাত্রী (ভিডিও)

তীব্র তুষারপাতে চীনে গোয়াংঝু

ডেস্ক: চীনে তীব্র তুষারপাতে গণপরিবহন-চলাচল ব্যাহত হওয়ায় দক্ষিণাঞ্চলীয় গোয়াংঝু শহরে বাস ও রেল স্টেশনে আটকা পড়েছেন লক্ষাধিক যাত্রী। এর মধ্যে শুধু গোয়াংঝু রেল স্টেশনেই আটকে আছেন ৫০ হাজারেরও বেশি মানুষ।
বিশৃঙ্খলা এড়াতে এরইমধ্যে সেখানে ৫ হাজার ২শ’ পুলিশ মোতায়েন করেছে কর্তৃপক্ষ।

চীনে ৪০ দিনব্যাপী বসন্ত উৎসব উপলক্ষে, মঙ্গলবার ১ লাখ ৭৫ হাজার যাত্রীর গোয়াংঝু রেল স্টেশন থেকে ছাড়ার কথা ছিলো। কর্তৃপক্ষ জানায়, স্টেশনটিতে ৪৩ হাজার যাত্রীর ধারণক্ষমতা থাকলেও আটকে পড়া বিপুলসংখ্যক যাত্রীর চাপে হিমশিম খাচ্ছেন তারা।

খারাপ আবহাওয়ার কারণে, ট্রেন ছাড়াও গোয়াংঝৌ থেকে চীনের বিভিন্ন শহরে দূরপাল্লার অনেক বাস আটকা পড়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত স্টেশনের উদ্দেশে যাত্রীদের বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।