তিস্তা যেন নদী নয়, ফসলের মাঠ

তিস্তা যেন নদী নয়, ফসলের মাঠ

রংপুর সংবাদদাতা: রংপুরের তিস্তায় এখন টলমলে পানি নয়, যেদিকে চোখ যায় সেদিকে কেবলই ফসলের মাঠ আর ধু-ধু চর। জেলার কাউনিয়া উপজেলায় তিস্তা সড়ক সেতু এলাকায় গিয়ে দেখা গেছে, চরের মাঝ দিয়ে বয়ে চলেছে একটি সরু খাল যেন। আবার অনেক এলাকায় জমিতে ফলছে আলু, ধান, গম, ভুট্টা, সবজিসহ নানা ফসল।

ওই এলাকার আব্দুল মতিন নামে এক চাষি বলেন, চলে না আর পালতোলা নৌকা। একসময় খরস্রোতা তিস্তার বুকজুড়ে ছিল পানি আর পানি। পাল তোলা নৌকার মাঝিরা ভাওয়াইয়া গানের তালে চলে যেত দূর-দূরান্তে। সেই দৃশ্য এখন কেবলই স্মৃতি।

“সারা বছর পানি না থাকায় বর্ষায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পলি-বালি জমে তিস্তা এখন মৃতপ্রায়।”

চর পড়ায় বর্ষায় সহজেই নদীতীর প্লাবিত হয় বলে জানান ওই এলাকার বাসিন্দারা।

কাউনিয়া গ্রামের মোতালেব মিয়া বলেন, “কী আর কমু ভাই। বৃষ্টির সময় হামার বাড়িঘর ছাড়ি পালানো নাগে। খরার সময় আবার আসি বাড়ি করি। চাষবাস করি। এই হল হামার জীবন।”