তিতাস নদ দখলকারীদের তালিকা চেয়েছে হাইকোর্ট

তিতাস নদ দখলকারীদের তালিকা চেয়েছে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: বি-বাড়িয়ার তিতাস নদের দখলকারীদের তালিকা ৯০ দিনের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারক এম. ইনায়েতুর রহিম ও বিচারক মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
একটি দৈনিক পত্রিকায় ‘ডুবোচর আবর্জনায় জীর্নশীর্ণ তিতাস’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদনসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ যুক্ত করে গত ৩০ নভেম্বর রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ কিউ এম সোহেল রানা।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী এ কিউ এম সোহেল রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

রুলে অবৈধ দখল, দূষণ রোধ এবং সীমানা নির্ধারণে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।

চার সপ্তাহের মধ্যে ভূমি সচিব, পরিবেশ সচিব, পানি সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পানি উন্নয়নের বোর্ডের মহাপরিচালক, ভূমি রেকর্ড ও জরিপের মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়ার জেলার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।