তথ্যপ্রযুক্তির ব্যবহার আইনের খসড়া অনুমোদন

তথ্যপ্রযুক্তির ব্যবহার আইনের খসড়া অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:  ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তির ব্যবহার আইন-২০২০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, জনগণের বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করতে রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৩ এর দফা (১) এর আওতায় গত ৯ মে আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০ জারি করেন।

তিনি আরও বলেন, বর্তমান অবস্থা বিবেচনা করে আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন-২০২০ আইনটি মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আইনটি কার্যকর হলে বিদ্যমান প্রেক্ষাপটে ভিডিও কনফারেন্সিংসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।’