ঢাকার যানজট নিরসনে বিকেন্দ্রীকরণের পক্ষে: পরিকল্পনামন্ত্রী

ঢাকার যানজট নিরসনে বিকেন্দ্রীকরণের পক্ষে

নিজস্ব প্রতিবেদক  : রাজধানীর যানজট নিরসনে সরকারি-বেসরকারি কার্যালয়ের কার্যক্রম (ক্ষমতা ও দায়িত্ব) বিকেন্দ্রীকরণের পক্ষে মত দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

ঢাকার যানজট নিরসনের বিষয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, বিকেন্দ্রীকরণ একটা পথ হতে পারে। বিকেন্দ্রীকরণ মানে পাওয়ার (ক্ষমতা) বিকেন্দ্রীকরণ, দায়িত্ব বিকেন্দ্রীকরণ। সিলেটের বিষয়ে দায়িত্ব সিলেটেই ডিসপোজাল হয়ে যাবে। রংপুরের দায়িত্ব রংপুরে যারা বসবে তারাই দেখবে। এভাবে যদি সাহসের সঙ্গে যাই, এখানে বোধহয় একটা সম্ভাবনা আছে যানজট কিছুটা কমার। দুর্ভাগ্য আমাদের, চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। আমাদের রেল স্টিমারের বিকেন্দ্রিত অফিস বরিশাল, চট্টগ্রামে করা হয়েছিল, কিন্তু তারা কাজ করেনি। তারা সবসময় ঢাকামুখী।’

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘দ্য ফিউচার প্ল্যানিং অব আরবান ট্রান্সপোর্টেশন ইন ঢাকা’ শীর্ষক এক সেমিনারে এ মত দেন পরিকল্পনামন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘তার মানে- অফিস বিকেন্দ্রীকরণ করলে হবে না, অফিসের যে মূল বিষয় হাত, পা সেগুলোকে এবং ফাইন্যান্সকেও (লেনদেন) বিকেন্দ্রীকরণ করতে হবে।’