ঢাকার চারপাশের বায়ুদূষণ হ্রাসে নীতিমালা

ঢাকার চারপাশের বায়ুদূষণ হ্রাসে নীতিমালা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা শহরের চারপাশের বায়ুদূষণ রোধ ও হ্রাস করার লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করছে সরকার। এ লক্ষ্যে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির দ্বিতীয় সভা মঙ্গলবার সকালে পরিবেশ, বন ও পানিবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী।

সভায় প্রণীত খসড়া নীতিমালা এবং ঢাকা শহরের চারপাশের বায়ুদূষণ হ্রাসে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় রাস্তা, বিভিন্ন ইউটিলিটি সার্ভিস, ভবননির্মাণ, পুননির্মাণ ও মেরামত কার্যক্রম চলাকালে অস্থায়ী বেষ্টনী দিয়ে নির্মাণসামগ্রী ঢেকে রাখার বিষয়টি নীতিমালায় অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়। দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত এবং নির্মাণ চলাকালে দিনে দুইবার পানি ছেটানোর বিষয়টিও অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ট্রাক বা লরিতে উন্মুক্ত অবস্থায় বালু, মাটি, সিমেন্টসহ অন্যান্য নির্মাণসামগ্রী পরিবহনের মাধ্যমে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি নীতিমালায় অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রস্তাব করা হয়। রাস্তার পাশে পৌরবর্জ্য সংরক্ষন ও পোড়ানো কঠোরভাবে নিয়ন্ত্রণ করার ব্যবস্থাও নীতিমালায় অন্তর্ভুক্ত হবে মর্মে সভায় জানানো হয়।

এছাড়া ধোঁয়া নিঃসরণকারী যানবাহন বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার বিষয়টিও নীতিমালায় অন্তর্ভুক্ত করা হবে মর্মে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। খসড়া নীতিমালা বিস্তারিত পর্যালোচনা সাপেক্ষে সংশ্লিষ্ট বিভাগ ও দফতর প্রদত্ত সুপারিশ অন্তর্ভুক্ত করে জরুরি ভিত্তিতে নীতিমালা চূড়ান্ত করার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, ঢাকা শহরের চারপাশের বায়ুদূষণ হ্রাস করার লক্ষ্যে পরিবেশ, বন ও পানিবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবকে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণে গত ২৬ নভেম্বর একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে নির্দেশ দেয় হাইকোর্ট।