ডেইরি ফার্মের উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মুন্সিগঞ্জ সংবাদদাতা: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, বাংলাদেশে ডেইরি ফার্মের ভবিষ্যৎ উজ্জ্বল। টেকনিক্যাল সাহায্যসহ সরকার এ খাতে ঋণও দিচ্ছে। ইতোমধ্যে সাড়ে ৪ হাজার কোটি টাকার একটি প্রকল্পও চালু করা হয়েছে। বুধবার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার সাতঘরিয়া গ্রামে ডাচ ডেইরি ফার্ম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশে যেসব খামার গড়ে উঠবে সেগুলোকে সাহায্য করার জন্য এ প্রকল্প। যেখানে দুধ উৎপন্ন হয় কিন্তু চাষিরা ঠিকমতো দাম পান না। আমাদের দেশে ডেইরি ফার্মের চাহিদা আছে। সেজন্য বিদেশ থেকে ধীরে ধীরে গুড়ো দুধ আনা বন্ধ করে দেওয়া হবে। দেশের দুধ দিয়েই আমাদের চাহিদা পূরণ হবে।

সরকার ডেইরি ফার্মের উন্নয়নে কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবদিক থেকে দেশকে স্বাবলম্বী করার চেষ্টা করছে।