লেনদেন ভারসাম্যে ১০ বিলিয়ন ডলারের ঘাটতি

আমদানির চাপে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে প্রায় ১০ বিলিয়ন ডলারের বড় ঘাটতি নিয়ে ২০১৭-১৮ অর্থবছর শেষ করেছে বাংলাদেশ। ঘাটতির এই পরিমাণ ২০১৬-১৭ অর্থবছরের চেয়ে ৭ গুণ বেশি। বাংলাদেশের ইতিহাসে লেনদেন ভারসাম্যে এত বড় ঘাটতি আগে কখনো হয়নি।

দেড় মাস আগে অর্থবছর শেষ হলেও বাংলাদেশ ব্যাংক লেনদেন ভারসাম্যের (ব্যালেন্স অব পেমেন্ট)  হালনাগাদ তথ্য প্রকাশ করেছে সোমবার।

তাতে দেখা যায়, গত ৩০ জুন শেষ হওয়া ২০১৭-১৮ অর্থবছরে এই ঘাটতি দাঁড়িয়েছে ৯৭৮ কোটি ডলারে।

তবে সরকারের আর্থিক হিসাবে বড় উদ্বৃত্ত থাকায় এখনই উদ্বিগ্ন হওয়ার মত কিছু দেখছেন না গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান।

সাধারণভাবে কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেন পরিস্থিতি বোঝা যায় চলতি হিসাবের মাধ্যমে। আমদানি-রপ্তানিসহ অন্যান্য নিয়মিত আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়। এখানে উদ্বৃত্ত হলে চলতি লেনদেনের জন্য দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে তা পূরণ করতে ঋণ নিতে হয়।

২০১৬-১৭ অর্থবছরের লেনদেন ভারসাম্যে ১৩৩ কোটি ১০ লাখ ডলার ঘাটতি ছিল। আর ২০১৫-১৬ অর্থবছরে ৪২৬ কোটি ২০ লাখ ডলারের উদ্বৃত্ত নিয়ে অর্থবছর শেষ করেছিল বাংলাদেশ।