ট্রাম্পের দাঁত ভাঙ্গা জবাব দিলেন লন্ডনের মেয়র সাদিক খান

ডেস্ক: মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার পক্ষে থাকলেও সাদিক খানের জন্য ‘বিকল্প ব্যবস্থা’ রাখা হবে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন বৃটিশ রাজনীতির প্রথম মুসলিম মেয়র সাদিক খান।

লন্ডনের নব নির্বাচিত প্রথম মুসলিম মেয়র সাদিক খান বলেছেন, ইসলাম সম্পর্কে ট্রাম্পের এমন দৃষ্টিভঙ্গি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে হুমকির মুখে ফেলবে।

ট্রাম্পের প্রস্তাবের সমালোচনা করে সাদিক খান বলেন, ‘এটা শুধু আমার ব্যাপার নয়। আমার বন্ধুবান্ধব, পরিবার এবং পৃথিবীর যেকোনো প্রান্তের এমন প্রত্যেকের সাথে সংশ্লিষ্ট বিষয় যারা আমার মতো একই ধর্মবিশ্বাস ধারণ করেন।’

তিনি আরো বলেন, ট্রাম্পের এমন দৃষ্টিভঙ্গি সারাবিশ্বের মূলধারার মুসলমানদেরকে একঘরে করে ফেলতে পারে।

তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প ও তার আশপাশের লোকজন মনে করছেন, মূলধারার ইসলামের সাথে পশ্চিমা উদার দৃষ্টিভঙ্গি বেমানান। কিন্তু লন্ডন তাকে ভুল প্রমাণ করেছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ