টিকা সংক্রান্ত ইফার ফতোয়া সম্পূর্ণরূপে ভুল ও কুফরীমূলক: মুহম্মদিয়া গবেষণাকেন্দ্র

টিকা সংক্রান্ত ইফার ফতোয়া সম্পূর্ণরূপে ভুল ও কুফরীমূলক

নিজস্ব প্রতিবেদক: ‘রোজা রেখে করোনার টিকা নেয়া যাবে’ সংক্রান্ত ইফার ফতওয়াটি সম্পূর্ণরূপে ভুল ও কুফরীমূলক হয়েছে বলে ফতওয়া দিয়েছে মুহম্মদিয়া জামিয়া শরীফ গবেষণাকেন্দ্র।

আজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় মুহম্মদিয়া গবেষনাকেন্দ্র থেকে ফতোয়াটি প্রকাশ করা হয়। ফতোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মুহম্মদিয়া গবেষণাকেন্দ্রের অন্যতম গবেষক মুফতীয়ে আ’যম আবুল খায়ের মুহম্মদ আযীযুল্লাহ ।

উল্লেখ্য, গত ১৫ মার্চ ২০২১ তারিখে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ফতওয়া দিয়েছিলো ‘রোজা রেখে করোনার টিকা নেয়া যাবে’।

পাঠকদের সুবিধার্থে ফতোয়াটির পিডিএফ লিংক নিচে সংযুক্ত করে দেওয়া হলো।

ফতোয়াটি পড়তে “এখানে” কিক্ল করুন ।