টানা ৬ মাস পতন রেখায় চীনের উৎপাদন খাত

china-production decline

ডেস্ক: ২০১৬-এর শুরুতেই নেতিবাচক ধারায় শুরু হলো চীনের উৎপাদন খাত। সদ্য শেষ হওয়া জানুয়ারি মাসে এ খাতের কার্যক্রম গতি আবারও কমেছে। এ নিয়ে টানা ৬ মাস পতনে গেলো এ খাত।
চীনের পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, আলোচিত মাসে দেশটির ক্ষুদ্র কারখানাগুলোর ওপর দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) তৈরি করা নতুন পারচেজিং ম্যানেজারস ইনডেক্স বা ক্রয় ব্যবস্থাপকদের সূচক (পিএমআই) ধাক্কা খেয়েছে ৪৯ দশমিক ৪ পয়েন্টে। ২০১২ সালের পর যা সবচেয়ে কম।
এর আগে গত ডিসেম্বরে এই সূচক ছিল ৪৯.৭ পয়েন্ট। আর জানুয়ারিতে সূচক ৪৯.৬ পয়েন্ট হবে বলে আশা করা হচ্ছিল।
বিশেষজ্ঞরা বলছেন, চীনের উৎপাদন খাত যে এ বছর দেশটির অর্থনীতিকে আরও চাপে ফেলাচ্ছে তার ইংগিত দিচ্ছে এ সূচক। তবে এটাও বলছে যে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও বেশি চাঙ্গা হতে হবে; উৎপাদন আরও বাড়াতে হবে।