টঙ্গীতে তুলা তৈরির কারখানা ও গুদামে আগুন

টঙ্গীতে গার্মেন্টের বাতিল কাপড় (ঝুট) থেকে তুলা তৈরির কারখানা ও গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানা ও গোডাউন পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

গতকাল রবিবার রাতে স্থানীয় চেরেগালী বটতলা বাদামরোড এলাকায় মকবুল হোসেনের মালিকানাধীন ওই গুদামে রোববার রাত ১০টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস তা তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে তুলার মতো দাহ্য পদার্থ থাকায় গোডাউনের আগুন নিভলেও মালপত্র রক্ষা করা যায়নি।

এ বিষয়ে টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, প্রথমে ঝুট থেকে তুলা তৈরির কারখানায় আগুন লাগে। পরে তা পাশের গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্র আনে। কিন্তু ততক্ষণে কারখানা ও গুদামে থাকা ঝুট ও তুলা পুড়ে যায়।

বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।