জ্বলছে কানাডা, পালাচ্ছে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ায় দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। এরই মধ্যে প্রদেশের ‘পশ্চিম কেলোনা শহর ও এর আশপাশের এলাকার বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ার হুমকিতে পড়েছে। কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, সামনের দিনগুলোতে আরও চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হবে। এমন পরিস্থিতিতে আমরা প্রাদেশিক জরুরি অবস্থা ঘোষণা করছি। এটি নিশ্চিত করবে যে আমরা সম্প্রদায়কে রক্ষার জন্য যেকোনো প্রয়োজনীয় সরঞ্জাম যাতে আমরা দ্রুত পাই। ‘দ্য ম্যাগডোগল ক্রিক’ নামের দাবানলটি গত ২৪ ঘণ্টায় ৬৪ হেক্টর এলাকা থেকে ৬ হাজার ৮০০ হেক্টর এলাকাজুড়ে বিস্তৃত হয়েছে। কেলোনা শহরের ৪ হাজার ৮০০ বাসিন্দাকে এখনই সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। কেলোনার বাসিন্দা জুলিয়ানা লোয়েন জানিয়েছে, ধ্বংসের মেঘের মতো ছড়িয়ে পড়া আগুন থেকে বাঁচতে কিছু মানুষ হ্রদে ঝাঁপ দিয়েছিল। এদিকে অপর আরেক দাবানলের ঘটনায় কানাডার নর্থ—ওয়েস্টার্ন টেরিটরির রাজধানী ইয়েলোনাইফ থেকে ২২ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক সময়সীমা শেষ হয়েছে। এরই মধ্যে সেখানে সক্রিয় দাবানল রয়েছে ১ হাজারেরও ওপর।