জেএসসি পরীক্ষা বাতিলে হাইকোর্টের রুল

?ui=2&ik=50471ee60d&view=att&th=1570a7ae91529073&attid=0.1&disp=safe&realattid=ii_isui0a0a0_1570a7ae9285ba65&zw

ঢাকা: জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষা নেওয়া কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে জেএসসি পরীক্ষা বিষয়ে জারি করা পরিপত্র কেন বাতিল করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারক কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারক আবু তাহের সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। আগামী ৪ সপ্তাহের মধ্যে শিক্ষা সচিবসহ ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে গত ৩১ আগস্ট জেএসসি পরীক্ষা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।