জামায়াতের শীর্ষ নেতাদের আটকের প্রতিবাদে শিবিরের তাৎক্ষণিক বিক্ষোভ

জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমেদ ও সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানসহ শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাকে আটকের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ করেছে ছাত্র শিবির। সোমবার (৯ অক্টোবর) দিনগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেছে জামায়াতের অঙ্গ সংগঠনটি।

ছাত্র শিবিরের সহকারী প্রচার সম্পাদক ওবায়দুল্লাহ সরকারের সই করা ওই বিবৃতিতে দাবি করা হয়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মহাখালীতে এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখা। পরে রাত পৌনে ১১টায় ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পশ্চিম শাখা রাজধানীর মোহাম্মদপুরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে। মহানগরীর সাংগঠনিক সম্পাদক যোবাইয়ের হোসেনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা।

এর আগে রাত সাড়ে ১০টায় শিবিরের নেতাকর্মীরা যাত্রাবাড়ী এলাকায় বিক্ষোভ মিছিল করে। এছাড়া বরিশাল ও চট্টগ্রামেও বিক্ষোভ হয়েছে বলে এই বিবৃতিতে দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘রাজধানীতে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে ছাত্রশিবিরের নেতারা বলেন, অবৈধ সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে কোনও কারণ ছাড়াই জামায়াতে ইসলামীর আমিরসহ শীর্ষ নেতাদের আটক করেছে।’