জাবিতে মসজিদের কার্পেট চুরি করে পূজা মন্ডপে!

একদিনের বেতনের অর্থ দিচ্ছেন জাবি শিক্ষকরা

নিউজ নাইন২৪ডটকম, জাবি: জাবিতে রাতে মসজিদের কার্পেট চুরি করে পূজা মন্ডপে নিয়ে যায় ছাত্ররা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত ও আ ফ ম কামালউদ্দিন হল সংলগ্ন মসজিদের কার্পেট পূজা মন্ডপে ব্যবহারের অভিযোগ উঠেছে। গত ১২ ফেব্রুয়ারি রাতে শহীদ সালাম-বরকত হলের পূজা মন্ডপে এ কার্পেট ব্যবহার করা হয়। বিষয়টি নিয়ে ক্যাম্পাসে মুসলিম ছাত্রদের মাঝে তীব্র ক্ষোভ সঞ্চার করছে। এ নিয়ে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনা ঝড় বইছে।

এ বিষয়ে মসজিদের ঈমাম আব্দুল কাদের জানান, ‘জুমার নামাজ পড়ে আমাদের মসজিদের মুয়াজ্জিন মুহম্মদ ঈসমাইল ছুটিতে যান। মুয়াজ্জিন ছুটিতে থাকায় রাতে মসজিদে তালা দেয়া হয়নি। ওই দিন ফজরের নামাজের পরে কয়েকজন শিক্ষর্থী কাউকে না জানিয়েই মসজিদের কার্পেটগুলো নিয়ে যায়। পরেরদিন শনিবার মাগরিবের নামাজের সময় কয়েকজন ছাত্র এসে আমাকে বলে, হুজুর আমাদের মসজিদের কার্পেটগুলো তো হিন্দু শিÿার্থীরা শহীদ সালাম-বরকত হলের ভেতরের পূজা মন্ডপে নিয়ে গেছে। এরপর রাতে এশার নামাজের পরে হিন্দু ছেলেরা এসে মসজিদের গেইটে কার্পেটগুলো রেখে যায়। পরে আমি বিষয়টি সংশ্লিষ্টদের জানাই।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলের প্রাধ্যক্ষ ড. কবিরুল বাশার ব্যবস্থা নিতে অনীহা প্রকাশ করে বলেন, ‘কে বা কারা এ ধরণের কাজ করেছে তা আমরা জানি না। তবে ভবিষ্যতে কেউ এ ধরণের কাজ করলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’