জাপানের হিরোশিমায় আণবিক বোমা নিক্ষেপে ক্ষমা চাওয়া হবেনা: ওবামা

নিউজ নাইন২৪, ডেস্ক: সন্ত্রাসবাদী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে আণবিক বোমা ফেলার সন্ত্রাসী হামলার জন্য ক্ষমা চাইবেন না তিনি। এর বদলে আসন্ন জাপান সফরের সময়ে ওয়াশিংটন-টোকিও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হবে বলে জানান তিনি। জাপানের সম্প্রচার সংস্থা এনএইচকে’কে এ সব কথা বলেছেন তিনি।

হিরোশিমা সফরকালে ক্ষমা চাওয়ার পরিকল্পনা আছে কিনা প্রশ্ন করা হলে ওবামা বলেন, না। আর এর কারণ হলো এটা মানতে হবে যে যুদ্ধের সময় নেতারা সব ধরণের সিদ্ধান্ত নিয়ে থাকেন।

আগামী শুক্রবার ওবামার হিরোশিমায় সফরে যাওয়ার কথা রয়েছে। আণবিক বোমায় বিধ্বস্ত এ নগরী সফরকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট হবেন তিনি। ১৯৪৫ সালে হিরোশিমায় মার্কিন আণবিক বোমা হামলায় এক লাখ ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল। এর তিনদিন পর বন্দর নগরী নাগাসাকিতে দ্বিতীয় আণবিক বোমা ফেলা হলে নিহত হয় ৭৩ হাজার মানুষ।#