জন্মহার বৃদ্ধি করতে কোরিয়ার নতুন উদ্যোগ

দিন দিন জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাওয়ায় দুশ্চিন্তায় দক্ষিণ কোরিয়া সরকার।দেশটির অর্থনীতির প্রবৃদ্ধির বড় বাধা হয়ে দাড়িয়েছে ক্রম হ্রাসমান জনসংখ্যা।জনসংখ্যা বৃদ্ধির জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে দেশটির সরকার ।

কোরিয়ায় প্রতি একজন নারীর সন্তান জন্মদানের ক্ষমতা ১.২ ভাগ। যা বিশ্বে সর্বনিম্ন।দক্ষিণ কোরিয়ার কম জন্মহারের জন্য নারীদের অতিরিক্ত কাজ করাকে দায়ী করে সরকার।
জনসংখ্যা বৃদ্ধির ক্রমহ্রাসমান এ সমস্যার সমাধানে কর্মীদের সাপ্তাহিক কাজের সময় কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে দেশটি। সপ্তাহে ৬৮ ঘণ্টার পরিবর্তে এখন থেকে দেশটির চাকরিজীবীরা ৫২ ঘণ্টা কাজ করবেন।
দেশটিতে গত বছরের তুলনায় জনসংখ্যা বৃদ্ধির হার মাত্র ০.৩৬ শতাংশ। অর্থাৎ জনসংখ্যা বেড়েছে পৌনে দুই লাখের সামান্য বেশি। জনঘনত্বের হিসাবে দেখা গেছে, প্রতি বর্গকিলোমিটারে মাত্র দু’জন বৃদ্ধি পেয়েছে।বর্তমানে দেশটিতে জনসংখ্যা ৫ কোটি ১১ লাখ ৬৪ হাজার ৪৩৫ জন।