জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর বিজ্ঞাপন নিষিদ্ধ পাকিস্তানে

ডেস্ক: পাকিস্তানের কর্তৃপক্ষ রেডিও-টেলিভিশনে জন্মনিয়ন্ত্রণ এবং পরিবার পরিকল্পনা সামগ্রীর বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে।

‘নিষ্পাপ শিশুদের’ মধ্যে এরকম বিজ্ঞাপন কৌতুহল জাগিয়ে তুলছে, এমন অভিযোগের পর এসব বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে।

রেডিও-টেলিভিশনে বিজ্ঞাপনের বিষয় যারা দেখা-শোনা করে এরকম একটি প্রতিষ্ঠানের তরফ থেকে অবিলম্বে এ ধরণের বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ জারি করা হয়।

এর আগে গত বছর পাকিস্তানে একটি নির্দিষ্ট ব্রান্ডের কনডমের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছিল এটিকে ‘অনৈতিক’ বর্ণনা করে।

পাকিস্তানের রক্ষণশীল সমাজে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর বিজ্ঞাপন দেয়া হয় খু্বই কম।

পাকিস্তান বর্তমানে বিশ্বের ষষ্ঠ জনবহুল দেশ।

জাতিসংঘ বলছে, পাকিস্তানের এক তৃতীয়াংশ মানুষের কাছে কোনোধরনের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে না।-বিবিসি