ঘূর্ণিঝড় নিভারের আঘাতে তামিলনাড়ুতে নিহত ৩

ঘূর্ণিঝড় নিভারের আঘাতে তামিলনাড়ুতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : ঘূর্ণিঝড় নিভারের আঘাতে ভারতের তামিলনাড়ুতে অন্তত তিনজন প্রাণ হারিয়েছে। ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টিপাতে রাজ্যটিতে পানিবন্দি হয়ে পড়েছে অসংখ্য মানুষ। তবে শক্তি হারিয়ে ঝড়টি ক্রমেই গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি)।

বুধবার শেষরাতের দিকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরির কাছে আছড়ে পড়ে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় নিভার। তবে ঝড়ের শক্তি কমে আসায় ইতোমধ্যেই অঞ্চলটিতে জারি করা ১৪৪ ধারা তুলে নেয়া হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আইএমডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘূর্ণিঝড় নিভার ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আগামী ছয় ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে।

ঝড়ের প্রভাবে পুডুচেরি এবং তামিলনাড়ুতে গতরাত থেকেই প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এসব এলাকায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে ভারতীয় আবহওয়া অধিদফতর।

এছাড়া, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক ও তেলেঙ্গানার কিছু এলাকায়ও ভারী বৃষ্টিপাত হতে পারে।

চেন্নাই আবহাওয়া বিভাগের উপ-মহাপরিচালক এস বালাচন্দ্রন জানিয়েছে, ঝড়টি এখন ভূপৃষ্ঠের ওপর রয়েছে। তারপরও ভারী বৃষ্টি এবং প্রবল বাতাস থাকতে পারে।

ঝড়ের কারণে তামিলনাড়ু সরকার বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করেছে। রাজ্যটিতে এদিন শুধু অত্যাবশ্যক সেবাগুলো চালু থাকার কথা রয়েছে।

ঝড়ের পূর্বসতর্কতা হিসেবে চেন্নাইয়ে অন্তত ১ লাখ ২৫ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। তবে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টায় চেন্নাই বিমানবন্দরের কার্যক্রম আবারও শুরু হয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস