গ্যাটকো মামলায় আদালতে উপস্থিত হচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গ্যাটকো দুর্নীতি মামলার চার্জশুনানির দিন সোমবার ধার্য রয়েছে।

পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকা বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেনের আদালতে এ চার্জশুনানি অনুষ্ঠিত হবে।

গত ২৭ ফেব্রুয়ারি মামলাটি চার্জশুনানির জন্য ধার্য ছিল। ওই তিন খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। কিন্তু এ মামলা সংক্রান্ত কিছু প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ার কারণে শুনানি পেছানোর আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। বিচারক কাগজপত্র দেওয়ার আদেশ দিয়ে আজ সোমবার (১৮ মার্চ) পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।

২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে দুদকের উপ-পরিচালক জহিরুল হুদা খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। বর্তমানে এ মামলায় আসামির সংখ্যা ১৭ জন। ৭ আসামি মারা গেছেন।