গুজরাটে গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ

গুজরাটে গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটে সুরাত শহরে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের (ওএনজিসি) একটি প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর ইকোনোমিক টইমসের।

বিস্ফোণের খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। তবে এখনও পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি।

ওএনজিসি সূত্র জানিয়েছে, তিনটি ভয়াবহ বিস্ফোরণের পর সেখানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে, বেশ কয়েক কিলোমিটার দূর থেকেও ধোঁয়া দেখা গেছে।

সুরাতের কালেক্টর ধবল পটেল জানান, বৃহস্পতিবার খুব ভোরে পর পর তিনটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে প্ল্যান্টের মধ্যে। তার পরই ছড়িয়ে পড়ে আগুন। তবে এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে দমকল বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।