গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের তারগাছ এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি সমাধানের চেষ্টা করছে।

শ্রমিকদের বরাত দিয়ে পুলিশ সুপার জানায়, কুনিয়া তারগাছ এলাকার ফ্লোরেট ফ্যাশন ওয়্যার কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে কারখানায় এসে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা পাশ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ বিক্ষোভ করতে থাকে।

পুলিশ সুপার আরো জানায়, এপ্রিল মাসের সরকার ঘোষিত বেতন ও ঈদ বোনাসের দাবিতে ফ্লোরেট ফ্যাশন ওয়্যার কারখানার শ্রমিকরা মহাসড়কে অবরোধ করে। পরে বিষয়টি নিয়ে ওই মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে পুলিশ।

আলোচনায় অল্প কিছুক্ষণের মধ্যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রত্যেক শ্রমিকের ফোনে বেতন-বোনাস চলে যাবে মালিকপক্ষ এই আশ্বাস দেয়।