খোলা বাজারে চাল: কেজিতে কমলো ৫ টাকা

The price of rice has increased suddenly

নিউজ নাইন২৪ডটকম, ঢাকা : আবারো কমলো খোলা বাজারে বিক্রি করা চাল ও আটার দাম। এবার প্রতিকেজি চালে কমানো হয়েছে পাঁচ টাকা এবং প্রতিকেজি আটায় দু’টাকা। অর্থাৎ চালের কেজি ২০ টাকা থেকে কমিয়ে ১৫ টাকা এবং আটার কেজি ১৯ টাকা থেকে কমিয়ে ১৭ টাকা করা হয়েছে। গত বুধবার থেকে আটা ও বৃহস্পতিবার থেকে এই মূল্যে চাল বিক্রি করা হচ্ছে।

এ সম্পর্কে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আতাউর রহমান বলেন, ‘বেশি বিক্রির জন্যই দাম কমানো হয়েছে। প্রতিকেজি চালের মূল্য ধরা হয়েছে ১৫ টাকা আর আটার ১৭ টাকা।’

এদিকে গত বছরের নভেম্বরে প্রতিকেজি চালের দাম ২৪ টাকা থেকে কমিয়ে ২০ টাকা ও আটার দাম ২২ টাকা থেকে কমিয়ে ১৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপরও বিক্রি সন্তোষজনক হয়নি। তাই আবার দাম কমানো হলো।

জানা গেছে, বর্তমানে খাদ্যশস্যের মোট মজুদ ১৪ লাখ ৪১ হাজার টন। এর মধ্যে চাল ১০ লাখ ৭০ হাজার টন ও গম ৩ লাখ ৭১ হাজার টন।

উল্লেখ্য, সামনেই বোরো মৌসুম। সে সময় বোরো ধান সংগ্রহ অভিযান চালাতে হবে। আর গত ডিসেম্বর থেকে যে আমন সংগ্রহের অভিযান চলছিল তাতে লক্ষ্যমাত্র অর্জিত হয়েছে। কিন্তু মজুদ থেকে কাঙ্ক্ষিত পর্যায়ে বিতরণ হয়নি। তাই মজুদ বেড়ে যাচ্ছে। আর বেশি সময় খাদ্যশস্য মজুদ থাকলে তা খাবার অনুপযোগী হয়ে পড়ে।