খালেদা জিয়ার নামে তিনটি মনোনয়ন ফরম গ্রহণ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। সোমবার (১২)নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সকাল সাড়ে ১০ থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হলেও সকাল ৮টা থেকেই থেকেই সারাদেশের মনোনয়ন প্রত্যাশীরা ভীড় জমাতে থাকেন নয়াপল্টনের কার্যালয়ের সামনে। ঢোল তবলার আর বাদ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীদে দেখা যায় নেতাকর্মীদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে প্রথম মনোনয়ন ফরম বিক্রির মধ্য দিয়ে শুরু করেছে দলটি। খালেদা জিয়ার নামে তিনটি আসনের মধ্যে ফেনী-০১ আসনের মনোনয়ন ফরম গ্রহণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়া সদর-৬ আসনের মনোনয়ন গ্রহন করেছেন নজরুল ইসলাম খান এবং বগুড়া-৭ আসনের মনোনয়ন ফরম গ্রহন করেছে মির্জা আব্বাস।

এসময় বিএনপির মহাসচিব মির্জ্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। এটা আমাদের আন্দোলনের অংশ। এর মধ্য দিয়েই আমরা আমাদের দেশনেত্রীকে মুক্ত করবো এবং আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনবো।