খরার পাশাপাশি দাবানলে পুড়ছে ভারত

নিউজ নাইন, ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে ।  খরার কারনে মানুষ খাবার পানিও পাচ্ছে না । আবার  ভয়াবহ দাবানলে পুড়ছে উত্তরাখণ্ড । ভারতের বন ও পরিবেশমন্ত্রী প্রকাশ জাভেদকর জানান, দাবানল নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে সাড়ে ছয় হাজার কর্মী। এ ঘটনায় অন্তত দু’জন নিহত হয়েছেন। দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টারে পানি ছিটানো হচ্ছে।

উত্তরাখণ্ডের কুমায়ুন রেঞ্জ থেকে শুরু করে উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ হয়ে জম্মু-কাশ্মীর পর্যন্ত ছড়িয়ে পড়ছে আগুন।
আগুনের ভয়াবহতা এত তীব্র যে, মহাকাশ থেকেও এর ছবি দেখা যাচ্ছে বলে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা।

ভয়াবহ এ দাবানল এখন পর্যন্ত এক হাজার দুইশ’র মতো স্থানে ছড়িয়ে পড়েছে। পুড়ে গেছে এক হাজার নয়শ’ হেক্টর বনাঞ্চল।
উত্তরাখণ্ডে তিন মাস আগে শুরু হওয়া এ দাবানল ব্যাপক আকার ধারণ করেছে গত দু’দিনে।