কোটা আন্দোলনকারীদের অবরুদ্ধ রাখার অভিযোগ

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেওয়ার একদিন পরেই নূরুল হক নূরুসহ কোটা সংস্কার আন্দোলন নেতাদের অবরুদ্ধ রাখার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকেলে বাংলা একাডেমির ক্যান্টিনে আড্ডা দেয়ার সময় তাদের অবরুদ্ধ করে ছাত্রলীগ।

বিষয়টি নিশ্চিত করে কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আবু হানিফ জানান, বিকেলে ক্যান্টিনে আড্ডা দিচ্ছিলেন তারা। এমন সময় ছাত্রলীগের একটি গ্রুপ এসে তাদের অবরুদ্ধ করে রাখেন।

এর আগে, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়ার ঘোষণা দেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। এতে প্রধান তিন নেতা আহ্বায়ক হাসান আল মামুন, আহ্বায়ক নুরুল হক, রাশেদ খানের মধ্যে দুই নেতাকে সামনে রেখে প্যানেল গঠন করা হতে পারে বলে জানায় সংগঠনটির কয়েকটি সূত্র।

সূত্র জানায়, পরিবেশ ও পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে জোটবদ্ধ হওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।