কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি- আপনারা যদি আত্মকেন্দ্রিক হয়ে যান তাহলে বাংলাদেশকে দেখবে কে ?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্তৃক আয়োজিত কনসার্টে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন,”আপনারা যারা আজকে গ্রেজুয়েশন শেষ করলেন তারা জাতির বিবেক ও কর্ণধার। আগামীতে তারাই বাংলাদেশকে ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রটি ভর্তি হয় সে মেধাবী ও আইকন, তার এলাকার প্রত্যেকটা মানুষ তাকে সেভাবেই দেখে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনারা যারা এখানে আছেন তারা তাদের মেধা, বুদ্ধি, বিবেক এবং মানবিক ও সৎ চিন্তা করে দেশকে ভালোবাসবেন কারণ আগামীর বাংলাদেশকে আপনাদের মাধ্যমেই মানুষ চিনবে। ”

তিনি আরও বলেন, “এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছে। প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন এখান থেকেই হয়েছে। বাংলাদেশ ছাত্র লীগের নেতাকর্মী এমন হবেন যেন সাধারণ মানুষ আপনাদের কাছে কিছু শিখতে পারে। আর একটা কথা আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা কখনোই আত্মকেন্দ্রিক হবেন না, আপনারা যদি আত্মকেন্দ্রিক হয়ে যান তাহলে বাংলাদেশকে দেখবে কে! আপনারা দেশের জন্য কাজ করবেন, দেশের মানুষকে ভালবাসবেন।”