কার্ড জালিয়াতি করে বুথ থেকে টাকা তোলার সময় চীনা নাগরিক আটক

নিউজ নাইন২৪, ঢাকা: কার্ড জালিয়াতি করে এলিফেন্ট রোডে প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার সময় এক চীনা নাগরিককে আটক করেছে র‌্যাব।

বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে তাকে আটক করা হয়।

ওই চীনা নাগরিকের নাম প্রকাশ করা হয়নি।

প্রাইম ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন ৬৬ হাজার টাকা উত্তোলন করেছে।

ওই চীনা নাগরিক এখন র‌্যাবের হেফাজতে আছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

র‌্যাব জানায়, ওই চীনা নাগরিক ৩ টি কার্ড ব্যবহার করে ওই টাকা উত্তোলন করে। এর মধ্যে একটি কার্ড ফেলে দিয়েছে। দুইটি তারা জব্দ করেছে।

র‌্যাব আরও জানায়, চীনা ওই নাগরিকের কাছ থেকে উদ্ধার হওয়া কার্ডগুলো প্রাইম ব্যাংকের নয়। আটক ব্যক্তি দু’টি ইন্টারন্যাশনাল ব্যাংকের কার্ড দিয়ে ১১ বার টাকা উত্তোলনের চেষ্টা করেন। এ সময় তিনি ৬৬ হাজার টাকা উত্তোলন করেন।

বিষয়টি বুথে কর্তব্যরত নিরাপত্তাকর্মীর সন্দেহ হলে তিনি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। পরে খবর পেয়ে র‌্যাব-২ এর সদস্যরা তাকে আটক করেন। উদ্ধারকৃত কার্ড দু’টির মধ্যে একটি কার্ড যুক্তরাষ্ট্রের একটি ব্যাংকের। অপর কার্ডটি কোন ব্যাংকের তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।