কাপ্তাইয়ে বোরো ধানের বাম্পার ফলন

বোরো কৃষকের লাভ কমেছে ৪০ শতাংশ

রাঙামাটি সংবাদদাতা: চলতি বোরো মৌসুমে রাঙামাটির কাপ্তাই উপজেলায় ধানের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

কাপ্তাই উপজেলার রাইখালী এবং চিৎমরম ইউনিয়নে সবচেয়ে বেশি ধান হয়েছে। রাইখালী ইউনিয়নের রিফিউজি পাড়া, বড়খোলা পাড়ায় গিয়ে দেখা যায়, কৃষকরা ধানকাটায় ব্যস্ত। তবে এই বছর লকডাউনের কারণে অনেক কৃষক পর্যাপ্ত সংখ্যক শ্রমিক পাচ্ছেন না।

কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী জানান, এই বছর কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৮০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়। এতে কৃষি বিভাগের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৬০ মেট্রিকটন। তবে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।