কলম্বো বন্দরে জাপানী যুদ্ধজাহাজ ‘আসাগিরি’

আন্তার্জাতিক ডেস্ক:জাপানের মেরিটাইম সেল্ফ ডিফেন্স ফোর্সের যুদ্ধজাহাজ ‘আসাগিরি’ এক শুভেচ্ছা সফরে বৃহস্পতিবার শ্রীলংকার কলম্বো বন্দরে পৌছেছে।

যুদ্ধজাহাজটিকে নৌবাহিনী রীতি অনুযায়ী বন্দরে স্বাগত জানানো হয় বলে শ্রীলংকা নৌবাহিনী জানায়।

অনুষ্ঠানে নেভাল অপারেশন্স ডিরেক্টর সঞ্জিবা দিয়াস ও শ্রীলংকায় জাপান দূতাবাসের একদল প্রতিনিধি জাপানী নৌবাহিনীর জাহাজকে স্বাগত জানান।

সফরকারী জাহাজের কমান্ডার ইউশিনিরো সাতে ওয়েস্টার্ন নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার এডমিরাল নিশান্ত উলুগেতেনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এসময় তারা দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন বলে নৌবাহিনী জানিয়েছে। বৈঠকে জাপানের প্রতিরক্ষা আটাশে ক্যাপ্টেন আতসুহিরো মোরেরো উপস্থিত ছিলেন।

১৩৭ মিটার লম্বা ডিডি-১৫১ আসাগিরির ডিসপ্লেসমেন্ট ক্ষমতা ৩৫৫০ টন এবং এর ক্রু সংখ্যা ১৫০ জন। তিন দিনের সফরকালে ক্রুরা শ্রীলংকা নৌবাহিনীর আয়োজিত বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন।

পরবর্তী পোর্ট অব কলের উদ্দেশ্যে ৬ এপ্রিল জাপানি যুদ্ধজাহাজ শ্রীলংকা ছেড়ে যাবে।