কলম্বিয়ার কারাগারে দাঙ্গা, নিহত ২৩

কলম্বিয়ার কারাগারে দাঙ্গা, নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার রাজধানী বোগোটার একটি কারাগারে দাঙ্গায় ২৩ বন্দি নিহত ও ৮৩ জন আহত হয়েছে। গত রোববার দেশটির বিচারবিষয়ক মন্ত্রী মারগারিটা কাবেল্লো ব্লাংকো এমন খবর দিয়েছে।

এএফপির খবরে জানা গেছে, দেশটিতে করোনা ছড়িয়ে পড়ার মধ্যে কারাগারের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে প্রতিবাদ জানায় বন্দিরা। আহতদের মধ্যে ৩২ বন্দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাঙ্গায় সাত কারাপ্রহরীও আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

কাবেল্লো ব্লাংকো বলেছে, আজকের দিনটি খুবই দুঃখজনক ও বেদনাদায়ক। গত রাতে লা মোডেলো কারাগার থেকে ব্যাপক সংখ্যক অপরাধী পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। দেশজুড়ে বিভিন্ন আটক কেন্দ্রে দাঙ্গা অনুষ্ঠিত হয়েছে। মরাতে সব কারাগারের বন্দিরা কারাগারগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি ও নাজুক স্বাস্থ্যসেবার বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।

করোনাভাইরাস নিয়ে শঙ্কার মধ্যে কারাগারগুলোতে অস্বাস্থ্যকর পরিস্থিতি বিরাজ করার অভিযোগ অস্বীকার করেছে সে। সে জানায়, বন্দিরা উন্মত্ত হয়ে উঠেছিল এবং তাদের কয়েকজনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ ও সম্পত্তি ক্ষতিসাধন করার অভিযোগ আনা হতে পারে।