করোনা আতঙ্কের মধ্যে যুক্তরাষ্ট্রে এবার পোলিও আতঙ্ক

ইতালিতে নতুন করে করোনা আক্রান্ত ১৮,৮৮৭

আন্তর্জাতিক ডেস্ক: করোনা তান্ডবের মধ্যেই যুক্তরাষ্ট্রে নতুন করে পোলিও আতঙ্ক দেখা দিয়েছে। দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, বিদ্যমান করোনা পরিস্থিতিতে টিকা পৌঁছাতে বিলম্বের কারণে পোলিও ছড়িয়ে পড়তে পারে। এছাড়া যথাযথ নজরদারির অভাবেও পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও) বিশেষজ্ঞরা বলছে, করোনার সময়ে এই অঞ্চলে পোলিওর প্রাদুর্ভাব ঠেকাতে এর টিকার ব্যাপারে মনোযোগ দিতে হবে এবং এ সংক্রান্ত নজরদারি বজায় রাখতে হবে।

পিএএইচও-এর পরিচালক কারিসা এটিনি বলেছে, পোলিও টিকা সংক্রান্ত প্রচারণা কমে গেলে আমরা আবারও পোলিও আক্রান্তের ঝুঁকিতে পড়বো। ফলে অন্যরা কী করছে সেদিকে তাকানোর চেয়ে আমাদের নিজেদের সুরক্ষিত রাখা বেশি গুরুত্বপূর্ণ। এজন্য ভ্যাকসিনি ও নজরদারির ওপর জোর দিতে হবে।