করোনায় আক্রান্ত ভারতের পানিবিষয়ক মন্ত্রী

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে চার্চ থেকে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পর এবার করোনায় আক্রান্ত হলো দেশটির কেন্দ্রীয় পানিবিষয়ক মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।

এ নিয়ে ভারতের ছয় কেন্দ্রীয় মন্ত্রী করোনায় আক্রান্ত হল।

করোনায় আক্রান্তের বিষয়টি এক টুইটবার্তায় সে নিজেই জানিয়েছে।

৫২ বছর বয়সী এ বিজেপির মন্ত্রী টুইটে লিখেছে, ‘করোনা উপসর্গ দেখা দেয়ার পর আমি করোনা পরীক্ষা করাই। পরে পরীক্ষার ফলে আমার কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। রিপোর্ট জানার সঙ্গে সঙ্গে চিকিৎসকদের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।’

এ ছাড়া গত কয়েক দিনে তার সংস্পর্শে আসা ব্যক্তিদের শিগগিরই করোনা পরীক্ষা করাতে আহ্বান জানিয়েছে গজেন্দ্র সিং শেখাওয়াত।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে অবস্থিত মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়েছে মন্ত্রী গজেন্দ্র সিংকে। একই হাসপাতালে চিকিৎসাধীন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত ২ আগস্ট অমিত শাহ তাদের দেশে মহামারী করোনায় আক্রান্ত হয়। চিকিৎসার পর সুস্থ হলেও ফের শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি হয় অমিত শাহ।