করোনামুক্ত হতে ইউরোপের দুই বছর লাগতে পারে-চীন

ভারতে করোনায় নৌবাহিনীর ২১ সদস্যসহ আক্রান্ত ৯৯২

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশগুলোতে গজব আকারে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা। এমনকি মৃত্যুর দিক দিয়ে প্রথম প্রাদুর্ভাব হওয়া চীনকেও ছাড়িয়ে গেছে ইতালি। স্পেন, ফ্রান্স, জার্মানি ও পর্তুগালের মতো দেশগুলোতে প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইউরোপকে কমপক্ষে আরো দুই বছর এভাবে ভাইরাসের মোকাবেলা করতে হতে পারে বলে জানিয়েছেন চীনের কোভিড-১৯ ক্লিনিকাল বিশেষজ্ঞ দলের প্রধান ঝাং ওয়েনহং।

রোববার সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি জার্মানির চীনা কনস্যুলেটে করোনা প্রতিরোধের বিষয়ে আয়োজিত এক কনফারেন্সে ঝাং ইউরোপ সম্পর্কে এমন কথা বলেছে।

ঝাং বলেছে, কোভিড-১৯ ভাইরাস আসবে, আবার এক সময় চলেও যাবে। তবে ইউরোপকে পুরোপুরি স্বাভাবিক জীবন-যাপনে ফিরে আসতে কমপক্ষে দুই বছর সময় লাগতে পারে।