এবার স্মার্টফোন মোড়ানো যাবে হাতে !

অনলাইন ডেস্ক:স্মার্টওয়াচের মতো হাতে মোড়ানো যাবে এমন স্মার্টফোন উন্মোচন করেছে জেডটিই-এর সহযোগী প্রতিষ্ঠান নুবিয়া। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৯-এ এরই মধ্যে ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং, হুয়াওয়েসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। বলা যেতে পারে, ফোল্ডেবল স্মার্টফোনের এ ধারাকে এবার আরেক ধাপ সামনে এগিয়ে নিলো নুবিয়া। নুবিয়া আলফা নামের এ ফোনটি ব্যবহার করা যাবে স্মার্টওয়াচের মতো। ৪.০১ ইঞ্চি নমনীয় ওলেড পর্দা ব্যবহার করা হয়েছে এতে। ব্লু-টুথ এবং ইসিম দুই সংস্করণে পাওয়া যাবে ডিভাইসটি। ৪জি প্রযুক্তির এ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ওয়্যার ২১০০ প্রসেসর। এছাড়া ৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি রয়েছে এতে। ব্যবহারকারীর ঘুম ও স্বাস্থ্য পর্যবেক্ষণ করবে ফোনের অ্যাপ। কণ্ঠ এবং অঙ্গভঙ্গি দিয়ে নিয়ন্ত্রণও করা যাবে ডিভাইসটি। ছবি এবং ভিডিও রেকর্ডিংয়ের জন্য ডিভাইসটিতে রাখা হয়েছে পাঁচ মেগাপিক্সেল ক্যামেরা। নুবিয়া আলফা অবশ্য এ ধরনের প্রথম স্মার্টফোন নয়। ২০১৬ সালে সিপ্লাস নামে এমন একটি ডিভাইসের কনসেপ্ট দেখিয়েছে লেনোভো। ওই ডিভাইসটিতে প্রস্তাব করা হয়েছিল ৪.২৬ ইঞ্চি পর্দা। এছাড়া আরেক চীনা প্রতিষ্ঠান টিসিএলও এমন ডিভাইস নিয়ে কাজ করছে বলে জানানো হয়েছে। নুবিয়া আলফা কোনো কনসেপ্ট নয়। ডিভাইসটি বাজারে আনতে যাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠানটি। তবে এর দাম এবং কবে নাগাদ এটি বাজারে আসবে তা নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানানো হয়নি। সূত্র : ওয়েবসাইট