এক কলাগাছে ১৯ মোচা

সাতক্ষীরা সংবাদদাতা: একটি কলাগাছে একটি মোচা হয়। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি, একটি গাছে ঊনিশটি মোচা হয়েছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের জোড়দিয়া গ্রামে।

আবু সালেক নামে স্থানীয় এক গণমাধ্যমকর্মী জানায়, একটি কলাগাছের ঊনিশটি মোচা হয়েছে বিষয়টি জানার পর দূর-দূরান্ত থেকে অনেক মানুষ দেখতে আসছেন। এ বিষয়ে সাতক্ষীরার উপ-সহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ আইরিন সুলতানা বলেন, এ দৃশ্য খুবই দুর্লভ। এটি গবেষণার বিষয়। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদ ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আমানুল্লাহ আল হাদী এর কারণ হিসেবে জানান, স্ব-পরাগায়ণের মাধ্যমে এ ঘটনা ঘটেছে। ধান, কলা আম এগুলো স্ব-পরাগায়ণের মাধ্যমে হয়। এটির জন্য কোনও পোকামাকড় লাগে না। কিন্তু এখানে অনেক বেশি পরাগায়ণ হয়ে গেছে তাই এতগুলো মোচা হয়েছে। কিন্তু সব মোচাতে কলা নাও হতে পারে। তবে এটি সংরক্ষণ করা প্রয়োজন।