একবার জাল ফেলেই ১৭০ মণ ইলিশ

বরগুনা সংবাদাদাতা: রাতে বঙ্গোপসাগরের মৌডুবি বয়া থেকে গভীর সাগর পর্যন্ত পেতে রাখা জালে একবারেই ধরা পড়েছে ১৭০ মণ ইলিশ। যার দাম প্রায় ৫০ লাখ টাকা।
পাথরঘাটা বৃহত্তম মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক এনামুল হোসাইনের মালিকানাধীন এফবি আল মদিনা নামের মাছ ধরা ট্রলারে এতো ইলিশ ধরা পড়ে।

একবারে এতো ইলিশ পাওয়ায় ওই মাছ ধরা ট্রলারের মাঝিকে ৫০ হাজার টাকার উপহার দিয়েছেন ট্রলারটির মালিক এনামুল হোসাইন।

মঙ্গলবার বেলা ১২টার দিকে দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটায় মাছগুলো ২১ থেকে ৫২ হাজার টাকা মণ হিসেবে মোট প্রায় ৫০ লাখ টাকায় কিনে নেন ১৫ জন পাইকার।

এফবি আল মদিনা ট্রলারের মাঝি ইমরান হোসেন বলেন, শনিবার পাথরঘাটা থেকে বাজার নিয়ে গভীর সাগরে মাছ শিকার করতে যাই। সেখানে গিয়ে রোববার রাতে জাল পেতে সোমবার সকালে জাল তুললে প্রচুর মাছ পাই। ট্রলারে মাছ রাখার জায়গা না হওয়ায় সোমবার রাতেই পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি) নিয়ে আসি। পরে মঙ্গলবার সকাল থেকেই মাছ বিক্রি শুরু হয়। দুপুর ১২টার মধ্যেই সব মাছ বিক্রি হয়ে যায়।

এফবি আল মদিনা ট্রলারের মালিক পাথরঘাটা এনামুল হোসাইন জানান, বর্তমানে ইলিশের ভরা মৌসুম। কিন্তু এখনো কাঙ্খিত সংখ্যক ইলিশ জেলেদের জালে ধরা পড়ছে না। গভীর সমুদ্রে লাল জালের ট্রলারে কিছু কিছু মাছ ধরা পড়ছে। তবে অনেকেই অল্প মাছ নিয়ে ঘাটে ফিরছেন।

এনামুল হোসাইন আরো জানান, তার ট্রলারের জাল প্রায় তিন কিলোমিটার লম্বা এবং ৩০ হাত খাড়া হওয়ায় বেশি পানির মাছও ধরা পড়ে। এ কারণেই তিনি বেশি মাছ পেয়েছেন।