ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে রেলের কোচ বাড়ছে

Image result for রেল কোচ

ঢাকা: ঈদে ঘরমুখো মানুষের স্বাচ্ছন্দে সেবা দিতে পশ্চিম রেলওয়েতে ট্রেন বহরে কোচের সংখ্যা বাড়ানার উদ্যোগ নেয়া হয়েছে। যাত্রী পরিবহনে অতিরিক্ত ৬৫টি কোচ যুক্ত হচ্ছে। এজন্য দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় প্রতিদিন জোরেশোরে চলছে অতিরিক্ত কোচ মেরামতের কাজ।

সংশ্লিষ্টরা জানায়, এই সব বাড়তি কোচ দিয়ে পশ্চিম রেলওয়ের পার্বতীপুর ও খুলনা থেকে ঢাকা রুটে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে। এছাড়াও নিয়মিত চলাচলকারী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে কোচের সংখ্যা বাড়ানো হবে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার ম্যানেজার আমিনুল হাসান বলেন, প্রতি বছরই জনবল সংকট থাকা সত্বেও ঈদে ট্রেন বহরে আমরা অতিরিক্ত কোচ সাপ্লাই দিয়ে থাকি। এবারও তার ব্যাতিক্রম ঘটেনি।

তিনি জানান, গত ১ জুলাই থেকে মেরামত কাজ শুরু হয়ে এই পর্যন্ত ৩৫টি কোচ মেরামত সম্পন্ন হয়ে পার্বতীপুর, ঈশ্বরদী, খুলনা ও রাজশাহী ট্রাফিক বিভাগের হাতে হস্তান্তর করা হয়েছে। বাকী কোচ গুলি ৮ সেপ্টেম্বরের মধ্যে হস্তান্তর করা হবে।