ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে আমেরিকা

আন্তর্জাতিক  ডেস্ক: ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা যৌথ সামরিক মহড়া শুরু করেছে। মহড়ায় আমেরিকার পক্ষ থেকে ইসরাইলকে আকাশ প্রতিরক্ষা দেয়ার অনুশীলন চালানো হবে।

চলতি মাসের ৮ তারিখ থেকে শুরু হওয়া ‘জুনিপার ফ্যালকন’ নামের মহড়া চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত চলবে। এতে মার্কিন ৩০০ এবং ইসরাইলের ৪০০ সেনা অংশ গ্রহণ করছে। ‘জুনিপার ফ্যালকন’ দুই সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সেনা অংশ নিয়েছে।

ওয়াশিংটন-তেল আবিব চুক্তির ভিত্তিতে এ যৌথ মহড়া চলছে এবং এতে নিয়মিত এ মহড়া অনুষ্ঠিত হওয়ার কথাও বলা হয়েছ। গত মার্চেও এক দফা এ জাতীয় মহড়া হয়েছে এবং তাতে মার্কিন ইউরোপীয় কমান্ডের আড়াই হাজারের বেশি সেনা অংশ নিয়েছে। এতে দুই হাজার ইসরাইলি সেনা অংশ নিয়েছিল।

সুএ: পার্সটুডে