ইসলামবিদ্বেষী ফ্রান্স এবার বন্ধ করে দিলো আরও ৯টি মসজিদ

ইসলামবিদ্বেষী ফ্রান্স এবার বন্ধ করে দিলো আরও ৯টি মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামবিদ্বেষী ফ্রান্স সে দেশে বসবাসকারী মুসলিমদের জন্য আরও কঠোর ও শক্ত বিধি-নিষেধ আরোপ করেছে। সেখানকার মসজিদসমূহে ইবাদতের ব্যাপারে নানা শর্তারোপও করেছে। যে সকল মসজিদে ফ্রান্স সরকারের সে সকল শর্ত মানতে পারছে না, সে সকল মসজিদ তারা বন্ধ করে দিচ্ছে।

গত ১৬ জানুয়ারি এক টুইট বার্তায় ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, গভীর নজরদারির পর গত কয়েক সপ্তাহে প্যারিসের একাধিক মসজিদ বন্ধ করে দিয়েছে সরকার।

জানা গেছে, নজরদারিতে থাকা ফ্রান্সের ১৮টি মসজিদের ৯টি মসজিদ ও ইবাদতের স্থান গত কয়েক সপ্তাহে বন্ধ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২ ডিসেম্বর কট্টর মুসলিমবিদ্বেষী ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সের ৭৬টি মসজিদের ওপর নজরদারির খবর জানায়। এরপরই গত শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ৯টি মসিজদ বন্ধের বিষয়টি সামনে এনেছে। যাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুসলিমরা।