ইসরায়েল ইসলামের শত্রু, নবীজীর শত্রু : শেখ সেলিম

নিউজ নাইন২৪, ঢাকা: ‘ইসরায়েল ইসলামের শত্রু, নবীজীর শত্রু। আর তাদের সঙ্গে বিএনপি আঁতাত করছে। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের একটি কর্মী বেঁচে থাকতে তাদের এ ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না। তারা (ইহুদীরা) কোনো দিন বাংলাদেশে স্থান পাবে না।’

শনিবার রাজধানীতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক যৌথ সভায় এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

শেখ সেলিম বলেন, ‘বঙ্গবন্ধু মুসলমানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইহুদীদের স্বীকৃতি দেননি। আর উনারা (বিএনপি) তাদের নিয়ে ষড়যন্ত্র করছে। ইহুদীদের নিয়ে বাংলার রাষ্ট্রীয় ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে বিএনপি, বিনিময়ে ইহুদীদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে তারা।’

মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরে পাকিস্তানের প্রতিক্রিয়ার তীব্র নিন্দা জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘পাকিস্তানি দূতাবাসকে বলি, পাকিস্তান সরকারকে বলি, তোমাদের (পাকিস্তান) সঙ্গে আমাদের এমন কোনো ব্যবসা-বাণিজ্য নেই, এমন কোনো মহব্বত নেই যে তোমরা এখানে বসে ষড়যন্ত্র করবে। স্বাধীনতার বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে দেয়া হবে না। দরকার হলে এখানে বসার অধিকার তোমাদের দেয়া হবে না।’

তিনি বলেন, ‘পাকিস্তান বাড়াবাড়ির শেষ পর্যায়ে চলে গেছে। বাংলাদেশে শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। কিন্তু সিমলা চুক্তি মেনে ১৯৫ জন পাকিস্তানি সেনার বিচার তারা এখনো করেনি। প্রয়োজন হলে জাতিসংঘের সহায়তা নিয়ে ১৯৫ জন পাকিস্তানি সেনার বিচারও করা হবে।’