ইসরাইলী ক্ষেপণাস্ত্র রুখে দিল সিরিয়ান বাহিনী

ইসরাইলী ক্ষেপণাস্ত্র রুখে দিল সিরিয়ান বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: কুখ্যাত ইহুদিবাদী ইসরায়েলের একের পর এক ক্ষেপণাস্ত্র রুখে দিয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার সিরিয়ার বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসবাদী কুখ্যাত ইসরায়েল। এসব হামলা যথেষ্ট সফলতার সঙ্গে সিরিয় বাহিনী মোকাবিলা করেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সোয়াইদা, পূর্বাঞ্চলীয় দেইর আজ-যোর এবং মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সানা বলছে, সিরিয়ার কয়েকটি সামরিক অবস্থান লক্ষ্য করে একই সময়ে এসব হামলা চালায় ইসরায়েল।

সানা জানিয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী সফলতার সাথে ইহুদিবাদী আগ্রাসন মোকাবেলা করেছে। এর আগে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ভূমধ্যসাগরের উপকূলবর্তী জাবলে শহরে একটি অপরিচিত ড্রোন ভূপাতিত করে। এর কয়েক ঘন্টা পর ইহুদিবাদী ইসরায়েল এসব ক্ষেপণাস্ত্র হামলা চালায়।