ইইউ’র ‘ডার্টি মানি’ তালিকা থেকে বাদ পড়ার ব্যাপারে আস্থাবান শ্রীলংকা

আন্তর্জাতিক ডেস্ক:আগামী কয়েক মাসের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ‘ডার্টি মানি’ তালিকা থেকে নাম বাদ যাওয়ার ব্যাপারে আস্থা প্রকাশ করেছে শ্রীলংকা।

অর্থনৈতিক সংস্কারমন্ত্রী ড. হর্স ডি সিলভা বলেন যে আগামী পর্যালোচনা বৈঠকে ইইউ তালিকা থেকে শ্রীলংকার নাম বাদ দেবে কারণ সব ধরনের ঘাটতি দূর করতে কলম্বো ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি বলেন, বিষয়টি নিয়ে কেন্দ্রিয় ব্যাংক কাজ করছে এবং পার্লামেন্ট ট্রাস্ট অর্ডিন্যান্স, ইত্যাদিসহ প্রয়োজনীয় আইনে সংশোধনী অনুমোদন করেছে।

মানিলন্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়ন কাঠামোর ঘাটতি থাকায় গত সপ্তাহে ইইউ শ্রীলংকাকে ‘ডার্টি মানি’ তালিকার অন্তর্ভুক্ত করেছে। এই তালিকায় ২৩টি দেশ রয়েছে।

কোন দেশের বিদ্যমান হুমকির মাত্রা, মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন ঝুঁকি প্রতিরোধের আইনি কাঠামো ও নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং এর কার্যকর বাস্তবায়ন মূল্যায়ন করে এই তালিকা তৈরি করে ইইউ। ফিনান্সিয়াল এ্যাকশন টাস্ক ফোর্সের কর্মকাণ্ডও বিবেচনায় নেয় ইইউ কমিশন।