ইংলিশ মিডিয়ামের বইয়ে অশ্লীলতা!

ইংলিশ মিডিয়ামের বইয়ে অশ্লীলতা!

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার ডিপিএস-এসটিএস ইংলিশ মিডিয়াম স্কুলে বিদেশি অপসংস্কৃতির চর্চা ও অশ্লীল পাঠ্যপুস্তক পড়ানোর দায়ে স্কুলটির অধ্যক্ষ হর্ষ ওয়ালকে তলব করেছে হাইকোর্ট।

আগামী ১৩ জানুয়ারি হাজির হয়ে স্কুলটিতে দেশীয় সংস্কৃতির চর্চা না করায় তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার শেখ হাসান আরিফ ও বিচারক মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। ডিপিএস-এসটিএস স্কুলের পক্ষে ছিলেন ব্যারিস্টার ওমর সাদাত।

ব্যারিস্টার অনিক আর হক বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বাংলা ভাষা ও দেশীয় সংস্কৃতি চর্চার জন্য হাইকোর্টের রায় রয়েছে। রায় অমান্য করে উত্তরার ডিপিএস-এসটিএস ইংলিশ মিডিয়াম স্কুলে ভারতীয় সংস্কৃতির চর্চা ও ভারতীয় বিভিন্ন দিবস, ব্যক্তি সম্পর্কে পড়ানো হচ্ছে। এছাড়া স্কুলটির অষ্টম শ্রেণির একটি বইয়ে অশ্লীলতায় ভরা। (প্রকাশ অযোগ্য)। যা কোমলমতি শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে।

আমরা বিষয়টি নিয়ে ব্যারিস্টার ওমর ফারুক, শফিউল আযমসহ ১৫ জন অভিভাবকের পক্ষে ১৩ নভেম্বর স্কুলের অধ্যক্ষকে আদালত অবমাননার নোটিশ দিয়েছিলাম। নোটিশের জবাব না পেয়ে আদালত অবমাননার মামলা করি। আদালত আজ ডিপিএস-এসটিএস ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষকে তলবসহ আদালত অবমনানার রুল জারি করেছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫মে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে বাংলা ভাষা ও দেশীয় সংস্কৃতি চর্চার উপর জোর দিতে রায় দেয় হাইকোর্ট। এছাড়া ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসসহ সব জাতীয় দিবসসমূহ যথাযথ মর্যাদার সঙ্গে পালনের নির্দেশ দেওয়া হয়।