আশ্চর্য গাছ পাথরকুচি

আশ্চর্য গাছ পাথরকুচি

নিউজ ডেস্ক: উদ্ভিদের বংশবিস্তার হয় সাধারণত ফুল দিয়ে বা ফল দিয়ে। কিন্তু একটা উদ্ভিদ আছে, যেটি পাতা দিয়ে বংশবিস্তার করবে। পাথরকুচি হলো সেই গাছ। বাংলাদেশ আর ভারতে এর কয়েকটি প্রজাতি আছে। তবে এর আদি নিবাস আফ্রিকার মাদাগাস্কারে।

এর বংশবিস্তার শুধু প্রকৃতিতেই ঘটে। পাতা থেকে অঙ্গজ প্রজননের মাধ্যমেই ঘটে ঘটনাটি। তুমি একটি পাথরকুচির পাতা স্যাঁতসেঁতে জায়গায় রেখে দেখো। কিছুকাল নজর রাখো। দেখবে নতুন পাথরকুচি। আর সেটাও তার মায়ের গুণসম্পন্ন হয়ে গেছে। পাথরকুচির পাতার কিনারায় খাঁজ কাটা দেখবে। গোটা পাতাটি অর্ধাবৃত্তাকার হয়। আর রসালো ও মসৃণ হয়। পাতার ওই কিনারায়ই মুকুল তৈরি হয় আর সেখান থেকে উদ্ভিদ। এই গাছে ফুল আর ফলও হয় কিন্তু। শীতকালেই হয় ফুল। দেখতে ঝুমকার মতো লালরঙা। আর ফল হয় গ্রীষ্মকালে। পাথরকুচি গুল্মজাতীয় উদ্ভিদ। বহু বছর বাঁচে, এ জন্যই এটি বহুবর্ষজীবী। পাতার রং সবুজ। আর এটি ঔষধি গাছ। প্রাচীনকাল থেকেই চিকিৎসায় গাছটি ব্যবহৃত হয়ে আসছে।