আর্মেনিয় সৈন্যকে হত্যা করেছে অঅজারবাইজান

আন্তর্জাতিক ডেস্ক: আর্মেনিয়ার সামরিক বাহিনী বলেছে, আজারবাইজান সীমান্তে তাদের একজন সোনাকে স্নাইপার গুলির মাধ্যমে হত্যা করা হয়েছে। সোমবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাতের বেলায় আজারবাইজান সীমান্ত থেকে স্নাইপার ফায়ারের সাহায্যে ওই সেনাকে হত্যা করা হয়।

আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে গত এক সপ্তাহ তুলনামূলক শান্ত অবস্থা বিরাজ করার পর এই হত্যাকান্ডের ঘটনা ঘটলো। চলতি জুলাই মাসের মাঝামাঝি দিকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ পর্যন্ত দুই পক্ষের ম্যেধ অন্তত ১৯ জন মারা গেছে। নিহতদের মধ্যে দুপক্ষেরই সেনাসদস্য রয়েছে।

আজরবাইজান অভিযোগ করছে, আর্মেনিয়ার পক্ষ থেকে ভারী ক্যালিবার মেশিনগান ও স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছে।